বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পিএম

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাদের পরবর্তী প্রধান হিসেবে রক্ষণশীল জাতীয়তাবাদী সানায়ে তাকাইচিকে বেছে নিয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দলের নেতৃত্ব বেছে নেওয়ার দৌড়ে জয়ী হওয়া তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে থাকলেও তাকে নিয়ে বিনিয়োগকারী এবং চীনসহ অনেক প্রতিবেশীরই ব্যাপক অস্বস্তি রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অর্থনীতি ও অভ্যন্তরীণ বিষয়ের প্রাক্তন মন্ত্রী হিসেবে তাকাইচি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির সম্প্রসারণমূলক নীতির পরিকল্পক।

৬৪ বছর বয়সী তাকাইচি দলের নেতৃত্ব নির্বাচনের দ্বিতীয় রাউন্ড ভোটের আগে বলেন, “সম্প্রতি আমি দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপক সমালোচনামুখর কণ্ঠ শুনছি, তারা বলছে, এলডিপি কী কী চায় আমরা জানি না। এই তাগাদা আমাকে তাড়িত করছে। আমি চাই মানুষের দৈনন্দিন জীবন নিয়ে উদ্বেগ ও ভবিষ্যৎকে আশায় পরিণত করতে।”

যুদ্ধ-পরবর্তী প্রায় সমগ্র সময় জাপান শাসন করছে এলডিপি। পাশাপাশি দলটি বিরোধী দলগুলোর প্রতি আকৃষ্ট জনগণকে নিজেদের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। জীবনযাপনের বাড়তি খরচে দিশেহারা সাধারণ মানুষের আস্থা অর্জন এবং আর্থিক প্রণোদনা ও কঠোর অভিবাসন নীতির প্রতিশ্রুতি দেওয়া বিরোধীদের মোকাবেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রায় পুরো সময় জাপানের শাসনক্ষমতায় ছিল এলডিপি। এ নিয়ে এক বছরের মধ্যে দ্বিতীয় শীর্ষ নেতা বেছে নিতে হল তাদের।

জাপানের পার্লামেন্টে আগামী ১৫ অক্টোবর ভোট হওয়ার কথা রয়েছে। সবচেয়ে বেশি আসন ক্ষমতাসীন জোটের থাকায় তাকাইচিরই নতুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।

মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ হিসেবে উল্লেখ করা তাকাইচি কোইজুমির চেয়ে দৃঢ় নীতির প্রস্তাব রেখেছেন এবং প্রভাবশালী হতে পারেন। তাকাইচি যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রাম্প ট্রেড ডিল পুনর্নবীকরণের সম্ভাবনা উত্থাপন করেছেন।

তবে তার জাতীয়তাবাদী অবস্থান প্রতিবেশী দেশগুলোর জন্য, বিশেষত করে দক্ষিণ কোরিয়া ও চীনের জন্য উত্তেজক হতে পারে।

তিনি জাপানের শান্তিপ্রিয় সংবিধান পুনর্বিবেচনার পক্ষপাতী এবং এই বছর প্রস্তাব করেছেন, জাপান তাইওয়ানকে নিয়ে ‘কোয়াসি-সিকিউরিটি অ্যালায়েন্স’ গঠন করতে পারে।

প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তাকাইচি পূর্বসূরীর চেয়ে বেশি আন্তর্জাতিক সফর করবেন এবং বার্তা দেবেন, ‘জাপান ইজ ব্যাক’। বিজয়ী ভাষণে তিনি বলেন, ‘আমি নিজের কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য ত্যাগ করেছি এবং আমি কাজ করব, কাজ করব, কাজ করব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত