
আজ বিশ্ব শিক্ষক দিবস। প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস (World Teachers’ Day)। এই বছরে শিক্ষক দিবসের প্রতিপাদ্য হলো “Recasting teaching as a collaborative profession” “সহযোগিতামূলক পেশা হিসেবে শিক্ষকতাকে পুনর্গঠন।”
এই প্রতিপাদ্যের মূল বার্তা হলো— শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান নয়; এটি একটি দলগত প্রচেষ্টা। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সকলে মিলেই শিক্ষার সফল পরিবেশ তৈরি করে। শিক্ষকরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে, নতুন শিক্ষণ কৌশল শিখে এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেন।
শিক্ষক দিবস শুধু কৃতজ্ঞতা প্রকাশের নয়, বরং শিক্ষাব্যবস্থাকে আরও মানবিক, সহযোগিতামূলক ও আধুনিক করার অঙ্গীকারের দিন। “একজন ভালো শিক্ষক একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলেন।” ৫ অক্টোবর আমাদের উচিত, অন্তত একবার হলেও সেই প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানানো—যারা আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন। কিন্তু বিশ্বের অনেক দেশে শিক্ষকরা এখনো পর্যাপ্ত সম্মান, প্রশিক্ষণ বা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত। তাই এই দিবসটি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাদের পেশাগত অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য পালিত হয়।
প্রসঙ্গ, ১৯৯৫ সালে ইউনেস্কো (UNESCO) ও আইএলও (ILO) যৌথভাবে দিবসটি উদযাপন শুরু করে। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। এই দিনটি মূলত শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে পালিত হয়।
মন্তব্য করুন