
ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় প্রচণ্ড মারধরের পর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন মাহমুদ আবু ফাউল নামের একজন ফিলিস্তিনি। সম্প্রতি মুক্তি পাওয়ার পর ইসরাইলি নির্যাতনের বর্ণনা দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম আল জাজিরাকে মাহমুদ আবু বলেছেন, ‘তারা আমাকে এমন অভিযোগ স্বীকার করতে বলেছিল যা সত্য নয়। যখন আমি তা অস্বীকার করি, তখন তারা আমার মাথায় আঘাত করতে থাকে যতক্ষণ না আমি জ্ঞান হারিয়ে ফেলি।’
তিনি আরও বলেন, ‘জ্ঞান ফেরার পর আমি চোখ খোলার চেষ্টা করছিলাম, কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না। সবকিছু অন্ধকার ছিল...বুঝতে পারলাম যে আমি অন্ধ হয়ে গেছি।’
প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘৌতি বলেছেন, আটকের সময় আবু ফাউলকে নির্যাতন এবং বৈদ্যুতিক শক দেয়া হয়েছিল।
গাজায় আগে এক হামলার শিকার হওয়ার পর একটি পা কেটে ফেলা হয়েছিল আবু ফাউলের। তিনি জানিয়েছেন, ইসরাইলি গোয়েন্দাদের মারধরে তার মেরুদণ্ড এবং পাঁজরও ভেঙে গেছে।
প্রয়োজনীয় চিকিৎসা এবং অস্ত্রোপচার থেকে বঞ্চিত হওয়ার স্বাস্থ্যের আরও অবনতির কথা জানিয়েছেন আবু ফাউল।
মন্তব্য করুন