বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১০:৪৭ এএম

বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘর থেকে চুরি হওয়া রাজকীয় গহনার মামলায় নতুন অগ্রগতি ঘটেছে। গত সপ্তাহে সংঘটিত এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ—রবিবার এমন তথ্য নিশ্চিত করেছে মামলার সঙ্গে ঘনিষ্ঠ দুটি সূত্র।

ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন এবং প্যারিস ম্যাচ-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে স্থানীয় সময় প্রায় ১০টার দিকে প্রথম সন্দেহভাজনকে প্যারিস-চার্লস দে গল বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি বিদেশগামী বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর অল্প সময়ের ব্যবধানে প্যারিসের উপকণ্ঠ থেকে দ্বিতীয় সন্দেহভাজনকেও আটক করা হয়।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর মাত্র সাত মিনিটের মধ্যে ল্যুভরের একটি গ্যালারি থেকে প্রায় ১০২ মিলিয়ন ডলার মূল্যের রাজকীয় গহনা চুরি করে নিয়ে যায় এক দল পেশাদার চোর। এই ঘটনা তদন্তে কয়েক ডজন বিশেষজ্ঞ তদন্তকারীকে নিয়োজিত করা হয়।

তদন্ত সূত্রে জানা যায়, চোরেরা একটি চুরি হওয়া আসবাববাহী ট্রাক ব্যবহার করে। ট্রাকের এক্সটেন্ডেবল মই বেয়ে তারা জাদুঘরের প্রথম তলার গ্যালারিতে প্রবেশ করে কাটার সরঞ্জামের সাহায্যে গহনার কাচের প্রদর্শনী ভেঙে ফেলে। পালানোর সময় তারা হীরা ও পান্না খচিত একটি রাজমুকুট ফেলে গেলেও বাকিগুলোর মধ্যে আটটি গহনা নিয়ে পালাতে সক্ষম হয়।

চুরি হওয়া মূল্যবান সামগ্রীর মধ্যে ছিল নেপোলিয়ন বোনাপার্টের স্ত্রী সাম্রাজ্ঞী মেরি-লুইজকে উপহার দেওয়া এক বিরল পান্না ও হীরার নেকলেস।

এই অভূতপূর্ব চুরির ঘটনা ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে এবং ফ্রান্সে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় জাদুঘরগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত