বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

যে কারণে মোদিকে ‘খুনি’ বললেন ট্রাম্প

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম

অনেকেই মনে করে পাগলাটে স্বভাবের কারণে কাউকে সমালোচনা করতে ছাড়েন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সুযোগ পেলেই বিশ্বের বিভিন্ন ব্যক্তির সমালোচনা করেন। এ জন্য অবশ্য নিজেও সমালোচনার শিকার হোন তিনি।এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে ‘খুনি’ বলে অভিহিত করে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এ্যাপেক) শীর্ষ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। খবর হিন্দুস্তান টাইমসের।

ডোনাল্ড ট্রাম্পের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক কঠোর স্বভাবের। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোদিকে ‘খুনি’ বলে অভিহিত করেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে অ্যাপেক শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে ট্রাম্প মোদির চেহারা ও স্বভাবের মধ্যে বিপরীত দিকটি তুলে ধরেন। বলেন, ‘মোদি দেখতে ভালো। তবে তিনি একজন খুনি, খুবই কঠোর। তিনি জানান, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

পাশাপাশি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরেও ব্যাপক প্রশংসা করেন। বলেন, তারা দুজনেই দুর্দান্ত মানুষ। ভারত-পাকিস্তান সামরিক সংঘাত নিয়ে তিনি বলেন, পাকিস্তান ভারতের সাতটি বিমান গুলি করে ভূপাতিত করেছে।

এছাড়া ট্রাম্প আবারো দাবি করেছেন, তিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছেন। বলেন, যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য চুক্তি করা হবে না বলে দুই দেশের প্রধানমন্ত্রীকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এরপরেই পরমাণু অস্ত্র শক্তিধর ভারত ও পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে রাজি হয়।

এদিকে, ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেশে দেশে গিয়ে মোদিকে অপমান করছেন। মার্কিন প্রেসিডেন্ট আবারো দাবি করেছেন, তার মধ্যস্ততায় ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়েছে। পাশাপাশি পাকিস্তান ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও দাবি করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এসব দাবির বিষয়ে মোদির প্রতিক্রিয়া জানতে চেয়েছেন রাহুল গান্ধী। মোদিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ভয় পাবেন না। প্রতিক্রিয়া জানানোর সাহস দেখান।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে এই জনাথন বেইলি
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
যে কারণে প্রশংসায় ভাসছেন কেবিন ক্রু
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আর নেই
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত
নেপালে তুষারঝড়-ধসে ৯ পর্বতারোহী নিহত