বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
জাকসু নির্বাচন

প্রার্থিতা ফিরে পেতে অমর্ত্য রায়ের রিট

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নিজের প্রার্থিতা ফেরত পেতে হাইকোর্টে রিট করেছেন অমর্ত্য রায় জন নামে এক শিক্ষার্থী।

সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায় এ রিট আবেদন দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে অমর্ত্য রায় হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন। তবে এ দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন অমর্ত্য রায় নিজেই

অমর্ত্য রায় বলেন বলেন, এই রিট আমি করিনি। আমি রিট করলে প্রার্থিতা ফেরত পেতে রিট করবো, জাকসু বন্ধের জন্য নয়। তবে আমি এখনো রিট ফাইল করিনি।

এর আগে, গত শনিবার (৬ সেপ্টেম্বর) সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। তিনি ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন, আ ফ ম কামালউদ্দিন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে তার নাম প্রত্যাহার করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি
তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে