শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

ভুলে যাওয়া আসলেই কি কোন রোগ?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

আচ্ছা, আপনার সাথে কি কখনও এমন হয়েছে যে আপনি একটা ঘরে ঢুকলেন, আর হঠাৎ খেয়াল করলেন কেন সেই ঘরে ঢুকেছেন, তা ভুলে গেছেন। ব্যস্ততা আর কাজের চাপ বেড়ে গেলে অনেক সময় এমন ধরনের ঘটনা ঘটে। কথা বলার সময় খেই হারিয়ে যায়, সাধারণ কাজেও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়।

এই ধরনের মানসিক ঝাপসা ভাবকে অনেকেই ব্রেইন ফগ বলে। ব্রেইন ফগ (Brain Fog) মানে হলো মস্তিষ্কের কাজকর্মে এক ধরনের ঝাপসা অবস্থা বা মানসিক ক্লান্তি। এটা কোনো রোগের নাম নয়, বরং একটা অবস্থা বা লক্ষণ, যেখানে মানুষ মনোযোগ দিতে, পরিষ্কারভাবে চিন্তা করতে, বা সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়ে।

এটা আসলে কোনো আলাদা রোগ নয়, বরং কয়েকটা উপসর্গের সমষ্টি— যেমন মনোযোগ ধরে রাখতে সমস্যা, ভুলে যাওয়া, কিংবা চিন্তাভাবনায় ধীরগতি ইত্যাদি।

আসুন জেনে নেই ব্রেইন ফগের সাধারণ লক্ষণগুলো-

  • মনোযোগ ধরে রাখতে অসুবিধা হওয়া
  • ভুলে যাওয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়া
  • চিন্তা করতে অনেকটা সময় লাগা
  • কথা খুঁজে না পাওয়া বা কথোপকথনে বিভ্রান্ত হওয়া
  • অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ

ব্রেইন ফিগের সাম্ভাব্য কারণসমূহ

  • পর্যাপ্ত ঘুমের অভাব হলে
  • স্ট্রেস ও উদ্বেগের কারণে
  • অতিরিক্ত মোবাইলের প্রতি আসক্তি
  • অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন চিনি, ফাস্ট ফুড ইত্যাদি বেশি খাওয়া
  • ভিটামিন বা মিনারেলের ঘাটতি (বিশেষ করে ভিটামিন B12, ভিটামিন D, আয়রন)
  • গর্ভাবস্থায় বা থাইরয়েডের সমস্যায় হরমোনের পরিবর্তন হলে
  • কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হলে এমন হতে পারে
  • ডিহাইড্রেশন বা শরীরে পানিশূন্যতা হলে আমাদের ব্রেইন মনযোগী হতে পারে না। সেক্ষেত্রে এ সমস্যা বাড়তে পারে।

মুক্তির উপায়

  • পর্যাপ্ত ঘুম মানে প্রতিদিন ৭–৮ ঘণ্টা ঘুমাতে হবে
  • স্বাস্থ্যকর খাবার খাওয়া খেতে হবে
  • পর্যাপ্ত পানি পান করতে হবে
  • নিয়মিত ব্যায়াম বা কায়িক শ্রম করা জরুরী
  • মেডিটেশন বা রিল্যাক্সেশনের অভ্যাস করতে হবে
  • কাজের মধ্যে বিরতি নিয়ে আবার কাজ শুরু করা
  • স্ক্রিন টাইম কমানো

নিজের প্রতি যত্ন ও ইতিবাচক চিন্তাধারার মাধ্যমে আমরা এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। এক্ষেত্রে পারিবারিক সমর্থনও ভীষণ জরুরী। তবে যদি ব্রেইন ফগ দীর্ঘ সময় ধরে থাকে বা খুব বেশি সমস্যা করে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অজুর সময় যেসব কাজ করা মাকরুহ
অজুর সময় যেসব কাজ করা মাকরুহ
ত্বকের যত্নে লেবুর ব্যবহার
ত্বকের যত্নে লেবুর ব্যবহার
প্যানিক অ্যাটাক হলে কি করবেন?
প্যানিক অ্যাটাক হলে কি করবেন?
শীতে সর্দি-কাশিতে সুরক্ষা দেবে যেসব খাবার
শীতে সর্দি-কাশিতে সুরক্ষা দেবে যেসব খাবার