
নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশনের (বিডিজেএ) ইফতার মাহফিল। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে রেইনি রুফ রেস্টুরেন্টে এ আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বরিশাল বিভাগের সাংবাদিক, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন। এতে ইফতার আয়োজন পরিণত হয় মিলনমেলায়।সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুমে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা- ২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, সিনিয়র সাংবাদিক আজমল হক হেলাল, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কেএম শরিয়তউল্লাহ, এবি পার্টির বরিশাল মহানগরী আহবায়ক মোহাম্মদ কল্লোল চৌধুরী প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের পরিচালক ডা. আয়শা আক্তার, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মোশারফ হোসেন, যুক্তরাজ্যে অভিবাসন আইনজীবী ব্যারিস্টার মিজানুর রহমান, আরবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মুসা প্রমুখ।বক্তারা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ পুনর্গঠনে সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান। পাশাপাশি বরিশালের আর্থ সামাজিক উন্নয়ন ও পর্যটন সম্ভাবনাকে সরকারের কাছে তুলে ধরার মাধ্যমে দক্ষিণাঞ্চলকে আরো এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন। সাংবাদিক নেতারা, বিডিজেএ এর সার্বিক কল্যাণ কামনা করে সংগঠনকে আরো বেগবান করতে সব ধরণের সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি সংগঠনের সদস্যদের পেশাগত মান উন্নয়নে আরো বেশি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আহ্বান জানান।ইফতার অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম এম বাদশাহ, সানবির রূপল, রাজু হামিদ, মাহবুব জুয়েল, বোরহান উদ্দিন, ফাহিম মোনায়েম, ইউসুফ বাচ্চু, কাজী জেবেল প্রমুখ। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
মন্তব্য করুন