বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ঢাকসু নির্বাচনে নিহত সাংবাদিক শিবলীর স্মরণে দোয়া মাহফিল

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

‎ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনে নিহত সাংবাদিক তারিকুল ইসলাম শিবলীর রূহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে উত্তরা প্রেসক্লাব।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর উত্তরা রাজলক্ষী ভুতের আড্ডা রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একই মঞ্চে উপস্থিত হয়ে মরহুম শিবলীর স্মৃতিচারণ করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, ঢাকা-১৮ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী আশরাফুল হক, খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী সাইফুদ্দিন খন্দকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।

বক্তারা বলেন, শিবলী ছিলেন একজন সাহসী, সৎ ও আপসহীন সাংবাদিক। সত্য প্রকাশে তিনি কখনো ভয় পাননি। তার অকাল মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদ বলেন, “শিবলী ভাইয়ের মতো সৎ ও সাহসী সাংবাদিক আজকের দিনে খুবই প্রয়োজন। তার জীবন থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা নিতে হবে।” অন্য বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানান এবং শিবলীর অবদান স্মরণ করে তার রূহের মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমেদ, অর্থ সম্পাদক ইসমাঈল হোসাইন শামীম, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন, কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাতে অংশগ্রহণকারীরা শিবলীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারকে ধৈর্য ধারণের শক্তি প্রদানের জন্য দোয়া করেন।

‎এছাড়াও উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ. ইসলাম চন্দনসহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেসবুকে হ্যা-না পোস্টের লড়াই
ফেসবুকে হ্যা-না পোস্টের লড়াই
রাজধানীতে আজ কোথায় কী
রাজধানীতে আজ কোথায় কী
তানিয়া আফরিনের ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’
তানিয়া আফরিনের ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’
আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ