বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৩০ এএম

রাজধানীতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোন না কোন কর্মসূচি প্রতিদিন িথাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া ভালো।

শনিবার (৪ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কর্মসূচি সকাল ১০টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘স্বাধীনতার পথরেখা ৪৭,৭১,২৪: প্রেক্ষিত আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

বিএনপির কর্মসূচি সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বেলা ১১টায় এ্যাবের নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ ছাড়া বিকেল ৪টায় বনানীতে লবেলিয়া আর্ট এক্সিবিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

জামায়াত আমিরের কর্মসূচি বেলা ১১টায় মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেবেন।

খেলাফত মজলিসের কর্মসূচি দুপুর সাড়ে ১২টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ধর্ম উপদেষ্টার কর্মসূচি সন্ধ্যা ৬টায় ধানমন্ডিতে মসজিদ উত তাকওয়ায় সিরাতুন নবী (সা.) সম্পর্কে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেসবুকে হ্যা-না পোস্টের লড়াই
ফেসবুকে হ্যা-না পোস্টের লড়াই
রাজধানীতে আজ কোথায় কী
রাজধানীতে আজ কোথায় কী
তানিয়া আফরিনের ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’
তানিয়া আফরিনের ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’
আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
আরটিভির দুই সাংবাদিককে চাকরিচ্যুতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ