
নিজস্ব প্রতিবেদক: বই উৎসবের নামে বিগত সরকার অর্থ অপচয় করেছে বলে অভিযোগ করেছে এনসিটিবির চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান।
আজ বুধবার (১ জানুয়ারি) সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন ১০ তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় ৮টি বই দেয়া হবে। সব বই ২০ জানুয়ারির মধ্য পাওয়া যাবে।
রিয়াজুল হাসান জানান, গত আড়াই মাসের মধ্যে ৪৪১টি বই পরিমার্জন করতে হয়েছে।
মন্তব্য করুন