
অনলাইন ডেস্ক : বছরের শুরুতেই সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে তীব্র শীত। সেইসঙ্গে হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশাও। ভোর থেকে ঢাকার বিভিন্ন স্থানে দেখা গেছে ঘন কুয়াশা। সকাল ১০টার পরও নগরীর কিছু স্থানে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। ফলে বেলা বাড়লেও দেখা নেই সূর্যের।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে টঙ্গী, উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেতসহ আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
এমন অবস্থায় যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত হয়েছে।
এছাড়া সকাল থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন। সেইসঙ্গে দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে চালকরা হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ঢাকার সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সবনিম্ন। অন্যদিকে আজ দেশের সবনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশকি ৮ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়।
অন্যদিকে ঘন কুয়াশার কারণে শীত বেশি দেখা যাচ্ছে। আগামীকালও একই অবস্থা থাকতে পারে পরে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।
এই একই কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।
মন্তব্য করুন