
অনলাইন ডেস্ত : তীব্র শীতে কাঁপছে সারাদেশ। ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। ফলে শীতের অনুভূতি রাতের মতো দিনেও জেঁকে বসেছে। কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
শনিবার (৪ঠা জানুয়ারি) পঞ্চগড়ে তেতুলিয়ায় সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বছরের প্রথম দিন থেকেই শৈত্য প্রবাহ বইছে সর্ব উত্তর জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না।
সন্ধা থেকে ভোর পর্যন্ত পুরো জেলা ঘন কুয়াশায় ঢাকা থাকছে। সেই সাথে উত্তরের হিম শীতল বাতাস শীতের তিব্রতা এবং কনকনে ঠান্ডার কারণে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে অনেকেই। বিপাকে পড়েছে অসহায় নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। দিনের বেলায়ও আলো জ্বালিয়ে চলছে যানবাহনগুলো।
হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতে কাবু হয়ে পড়েছে শিশুসহ নানা বয়সী মানুষ।
মন্তব্য করুন