
অনলাইন ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের দ্বিতীয় দিনের মত শুনানি চলছে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়।
এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে আপিল বিভাগের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সিনিয়র আইনজীবীরা।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। পাশাপাশি বিএনপি নেত্রীকে দেয়া ১০ বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেয়া হয়।
মন্তব্য করুন