
অনলাইন ডেস্ক : রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। আগুনে কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। এমনটাই দাবি করেছে চকবাজার থানা পুলিশ।
এ বিষয়ে চকবাজার থানার ওসি গণমাধ্যমকে বলেন, আলিয়া মাদরাসা প্রাঙ্গণ তো অনেক বড়, দুটি গেট তালাবদ্ধ ছিল। বাইরে ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। বৃহস্পতিবার ভোরে অন্ধকারের মধ্যে কে বা কারা আদালতের একটি কক্ষে আগুন দেয়। এতে কিছু কাগজপত্র আসবাবপত্র পুড়ে যায়।
তিনি আরও বলেন, কারা কাজটি করেছে সেটি জানা যায়নি। ফায়ার সার্ভিসকে কোনো কাজ করতে হয়নি। যদিও এর আগে গত ৫ আগস্টেই এই মাদ্রাসায় স্থাপিত আদালত প্রায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি পুলিশের।
মন্তব্য করুন