
নিজস্ব প্রতিবেদক : কিছু মানুষ ঐক্যে ফাটল ধরাতে চেষ্টা করছে, তবে তা সফল হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হঠকারী কোন সিদ্ধান্ত নেয়া যাবে না, সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করতে হবে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির কাউন্সিলে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন হলে সংকট কমবে। ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।
এদিকে, এবি পার্টির কাউন্সিলে মজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান এবং আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন