
নিজস্ব প্রতিবেদক: তিন বিঘা করিডোরসহ পাঁচ জেলার সীমান্তে ভারতের অবৈধ কাঁটা তারের বেড়া দেয়া বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সীমান্ত নিয়ে ভারতের সাথে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে, এর মধ্যে শূন্য লাইন থেকে ১৫০ গজের ভিতরে কোন অবকাঠামো ও তৎপরতা চালাতে পারবেনা ভারত।সীমান্তে কোন উন্নয়ন কাজ করার আগে পার্শ্ববর্তী দেশকে জানাতে হয়, ভারত তা করেনি। সীমান্তে বাংলাদেশ কঠোর অবস্থানে আছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
মন্তব্য করুন