
বেনাপোল সংবাদদাতা: ভারতে যাবার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকার ইডেন কলেজের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে।
সোমবার সকাল ১০ টার দিকে তাকে আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশ জানায়, আটক সুস্মিতা ও তার ছোট ভাই সোমবার সকাল ১০ টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে প্রবেশকালে সন্দেহজনক হিসাবে তাদের আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদ শেষে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসাবে স্বীকার করেন তিনি।
সুস্মিতা ঢাকা ইডেন কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। পরে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। ঢাকার নিউ মার্কেট থানা হেফাজতে তাদেরকে হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ।
মন্তব্য করুন