
নিজস্ব প্রতিবেদক: বারো বছর পর কারামুক্ত হলেন ডেসটিনির ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। রাত ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তিনি।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের অর্থ আত্মসাতে দুদকের করা মামলায় ডেসটিনির চেয়ারম্যান ও ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালকসহ ১৯ জনকে ১২ বছর কারাদন্ড দিয়েছে আদালত। সাজার অধিক মেয়াদ কারাভোগ করায় জেল কর্তৃপক্ষকে রফিকুল আমিন ও মুহাম্মদ হোসেনকে কারামুক্তির নির্দেশ দেন আদালত।
সাড়ে চার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ৬ মাসের মধ্যে জমা দেয়ার নির্দেশও দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান আসামী পক্ষের আইনজীবী।
মন্তব্য করুন