
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। একতাতেই আমাদের তিনি বলেন জন্ম, একতাই আমাদের শক্তি। ঐক্যের মাঝে এ সরকারের জন্ম হয়েছে।
আজ (বৃহস্পতিবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ ঘোষণার বিষয়ে সর্বদলীয় ঐক্যের সভায় সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। তিনি এসময় ৫ আগষ্টের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
তিনি বলেন ঐক্যের দ্বারা এ সরকারের সৃষ্টি, একতার মধ্যেই আমাদের জন্ম ও একতাই আমাদের শক্তি।
তিনি আরও বলেন ‘আমরা একতাকে কিভাবে মানুষের সামনে প্রকাশ করব, ৫ আগস্টকে রিক্রিয়েট করব সেটাই জুলাই ঘোষণা পত্রের বিষয় বস্তু হবে। ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরী করতে না পারলে উদ্দেশ্য ব্যহত হবে’
সংশ্লিষ্ট সকলের সাথে আরো আলাপ আলোচনা করে ঘোষণাপত্র তৈরী করা হবে বলে তিনি মন্তব্য করেন।
মন্তব্য করুন