
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পোশাক ব্যবহার করে মহাসড়কে ভুয়া অভিযান চালানোর অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্তরা কেউ কেউ চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযানের নামে যাত্রী হয়রানি কথাও বলেছেন ভুক্তভোগীরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের।
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরে সম্প্রতি ব্যস্ত সড়কে গাড়ি থামিয়ে মাদক বিরোধী অভিযানের নামে তল্লাশি করতে দেখা যায় কিছু মানুষকে। তাদের গায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পোশাক। তাদের পরিচয় নিয়ে সন্দেহ দেখা দেয় সাংবাদিকদের। জিজ্ঞেস করলে মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোক বলে পরিচয় দেয়।
চালক ও যাত্রীদের অভিযোগ, অভিযুক্তরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেউ নন। কেউ আবার চিহ্নিত মাদক কারবারী।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক এমদাদুল হকও কোন সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।
বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ পরিচালক মো. রুহুল আমিন।
এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।
মন্তব্য করুন