
চট্টগ্রাম সংবাদদাতা: সরকারের নেয়া খাদ্য বান্ধব কর্মসূচির উদ্যোগের ফলে আসন্ন রমজান মাসে খাদ্য দ্রব্যের দাম সহনশীল থাকবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আজ মঙ্গলবার (২১জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে প্রথম চালানে আসা ২২ হাজার মেট্রিক টন চাল খালাস কার্যক্রম ও নতুন সাইলো পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
এসময় মিয়ানমার- বাংলাদেশে আরও চাল পাঠাতে আগ্রহী বলে জানান খাদ্য উপদেষ্টা। ব্যাপকভাবে চাল আমদানী শুরু হওয়ায় বাজারে চালের দাম কমতে শুরু করবে বলেও জানান তিনি।
এছাড়া রমজান মাসে সারাদেশে খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় দরিদ্র ৫০ লাখ মানুষকে ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে বলেও জানান তিনি।
এসময় রমজানে চাল, গমের কোনো সংকট হবেনা বলেও আশ্বস্ত করেন খাদ্য উপদেষ্টা।
তিনি আরও বলেন, মায়ানমার থেকে মোট ১ লাখ ৫ হাজার টন চাল আমদানি করছে সরকার। উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় মিয়ানমার থেকে কেনা চাল ধাপে ধাপে ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।
আগামী দুই একদিনের মধ্যে আরো আড়াই হাজার টন চাল নিয়ে আরেকটি জাহাজ আসবে মায়ানমার থেকে।
মন্তব্য করুন