
সাভার সংবাদদাতা: নানা অনিয়মের অভিযোগে সাভার বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। আজ মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, ড্রাইভিং লাইসেন্স নেই এমন ব্যক্তিদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেয়া, পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেয়াসহ বেশ কিছু অভিযোগ পাওয়া যায়।
এর ভিত্তিতে দুদকের একটি দল ছদ্মবেশে ওই অফিসে যায়। এসময় দালালরা পরীক্ষা ছাড়াই টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করে দেয়ার প্রতিশ্র“তি দেন। পরে অফিসের বিভিন্ন নথি যাচাই করে এসবের প্রমাণ পান দুদকের প্রতিনিধিরা।
এ বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানান দুদকের সহকারী পরিচালক।
মন্তব্য করুন