
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে গত পাঁচ বছরে ২২ লাখের বেশি বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
তিনি বলেন, বাংলাদেশে জ্বালানিসহ বিভিন্নখাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা চলছে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, এবারও বাংলাদেশি হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে। এবছর কূটনীতিতে অসামান্য অবদান রাখায় এই পদক পেয়েছেন সৌদি রাষ্ট্রদূত। এসময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, কূটনীতিতে ভালো কাজকে স্বীকৃতি জানাতে এ পুরস্কার দিচ্ছে সরকার।
মন্তব্য করুন