
খুলনা প্রতিনিধি: ট্যাংক-লরি শ্রমিকদের ডাকে খুলনায় অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। টানা তৃতীয় দিনের মতো খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। সমস্যার দ্রুত সমাধান না হলে পাম্পগুলো তেল শূন্য হওয়ার আশঙ্কা রয়েছে।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে গেল রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। আজ মঙ্গলবার ধর্মঘটের তৃতীয় দিনেও খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। ফলে পাম্পগুলোতে জ্বালানি তেলের মজুদ কমে গেছে। শঙ্কা দেখা দিয়েছে জ্বালানি তেল সংকটের।
আন্দোলনকারীরা জানান, আলী আজিমের মুক্তি ও মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এ ধর্মঘট চলবে।
এদিকে চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করেছে ট্যাংকলরি মালিক ও শ্রমিকদের ৪টি সংগঠন।
গত রোববার দুপুরে আলী আজিমকে গ্রেফতার করে পুলিশ।
মন্তব্য করুন