
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আমজাদ হোসেন খোকন বাহারছড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার (৪ঠা ফেব্র“য়ারি) সন্ধ্যায় আমজাদ হোসেন খোকনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দীন জানান, মঙ্গলবার (৪ঠা ফেব্র“য়ারি) বাহারছড়া ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ শেষে বাড়িতে ফেরার পথে যুবলীগ নেতা খোকনকে টেকনাফ থানা পুলিশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন