
নিজস্ব সংবাদদাতা: দুর্নীতির মামলার আসামি গ্রেফতারে তৎপরতা শুরু করেছে দুদক। একথা জানিয়ে সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, দেশ থেকে পালানোর সময় বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ক্ষমতার অপব্যবহার ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
গেল কিছুদিন ধরে বিগত সরকারের সময় প্রভাবশালী ব্যাংক কর্মকর্তা থেকে শুরু করে দুর্নীতির মামলার আসামিদের গ্রেফতার জোরদার করেছে দুদক।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয় দেশের পুঁজিবাজার থেকে অর্থ লুটপাটে অভিযুক্ত বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ কয়েক জনকে। দুদক বলছে, দুর্নীতির অভিযোগ থাকা এসব ব্যক্তিদের দেশ থেকে পালানোর সময় বিমানবন্দর থেকে বৈদেশিক মুদ্রাসহ গ্রেফতার করা হয়।
শিবলী রুবাইয়াতকে ৩ কোটি ৭৬ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আসামি আরও ৬ জন।
এদিকে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
মন্তব্য করুন