
নিজস্ব সংবাদদাতা: রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান।
রোজার মাসে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, উৎপাদনও থাকবে সমপরিমাণ।
বুধবার বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে জ্বালানি উপদেষ্টা আরো জানান, গ্রীষ্ণ মৌসুমে কিছুটা লোডশেডিং হতে পারে। এসময় বিদ্যুতের দাম বড়ানোর কোন পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি। তবে নতুন সংযোগ ও লোড বাড়ানোর ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানো হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা।
মন্তব্য করুন