
নিজস্ব সংবাদদাতা: ভিসা প্রক্রিয়ায় জটিলতা, টিকিট সিন্ডিকেট বন্ধসহ নানা দাবিতে বিক্ষোভ করেছে বায়রার সদস্যরা। বুধবার প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন শেষে মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দেন তারা। এসময় বায়রার সদস্যরা জানান, সৌদিআররেব শ্রমবাজারে সত্যায়িতের নামে নানান হয়রানি করছে বি.এম.ই.টি। মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার দাবিও জানান তারা।
সৌদি আরবে সত্যায়িতের নামে ভিসা প্রসেসিং এ হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বুধবার এই মানববন্ধন বিক্ষোভ করে বায়রার সদস্যরা।
মানববন্ধন থেকে জনশক্তি রপ্তানি কারকরা অভিযোগ করে বলেন, মন্ত্রণালয় ও বিএমইটির এক শ্রেণীর অসাধু কর্মকর্তা সৌদি আরবের শ্রমবাজার ধ্বংসের পায়তারা করছে।
বিগত ফ্যাসিস্ট সরকারের প্রজ্ঞাপন নতুন করে জারি করায় শ্রম বাজারে প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দেয় বায়রার একাংশের নেতারা। স্মারকলিপি নিয়ে প্রবাসী কল্যাণ সচিব জানান, টিকিট সিন্ডিকেট বন্ধসহ মধ্যপ্রাচ্যে কর্মী যাওয়া সহজ করতে কাজ চলছে। আটকে পড়া শ্রমিকরা আগামী এপ্রিল থেকে মালয়েশিয়ায় যেতে পারবেন বলেও জানান তিনি।
তবে বায়রার সদস্যরা শুধু আশ্বাস নয়, রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।
মন্তব্য করুন