বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

রাতভর বিক্ষোভে উত্তাল ধানমন্ডি ৩২, সুধা সদনেও আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাংচুর ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এছাড়া, ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামীর বাসভবন ‘সুধা সদনেও’ আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বুধবার ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে এই কঠোর কর্মসূচি দেয় ছাত্র জনতা।

গেলো বছরের ৫ই আগস্টের পর আবারো ছাত্র জনতা ভাংচুর ও বিক্ষোভ করেছে ধানমন্ডির ৩২ নাম্বারে শেখ মুজিবের বাড়িতে। ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

বুধবার রাত ৮টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে জড়ো হয় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এসময় আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী স্লোগানে মুখর হয়ে উঠে ধানমন্ডি ৩২।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী চেষ্টা করলে ছাত্র-জনতার বাধার মুখে সরে যায়। তারপর বাড়িটি ভাংচুর করে ছাত্র জনতা। শুধু এই বাড়িটি নয় ভবনটির প্রবেশ মুখে রাখা শেখ মুজিবের মুর‌্যালটিও ভেঙে ফেলে তারা।

বাড়ি ভাংচুরের পর ভবনটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। প্রায় ঘন্টাখানেক পর বুলডোজার আনা হয়। তারপর বাড়িটির বিভিন্ন অংশ ভাঙা শুরু হয়।

এদিকে, রাজধানীর ধানমন্ডি ৫ নম্বর সড়কে অবস্থিত শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া এর বাসভবন “সুধা সদনে” আগুন দিয়েছে ছাত্র-জনতা। বুধবার রাত পৌনে ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভবনটিতে আগুন দেয়। গেলো ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পুরোপুরি খালি ছিল সুধা সদন।

গেলো মঙ্গলবার রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার রাত ৯টায় ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেবেন। এ প্রেক্ষিতে ধানমন্ডি-৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল করা হবে বলে অনেক ছাত্র-জনতা ফেসবুকে পোস্ট দিতে থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে