
পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ে আগাম জাতের আলুর বাম্পার ফলন হয়েছে। অল্প খরচে লাব বেশি হওয়ায় আলু চাষে ঝুঁকছেন চাষিরা। তবে আলুর ন্যায্য দাম না পাওয়ায় লোকসানের আশংকায় তারা।
আবহাওয়া অনুকূলে থাকায় এবছরও পঞ্চগড়ে আলুর উৎপাদন ভালো হয়েছে। গেল বছর আলুর দাম ভালো পাওয়ায় এবছর অধিক জমিতে চাষ হয়েছে। দিন দিন কৃষকরাও আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন। কৃষকরা জানান বাজারে আলুর দাম কম থাকায় চিন্তিত তারা।
এদিকে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন জানান
আলুর উৎপাদন বাড়াতে কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা। চলতি বছর পঞ্চগড়ে ১৪ হাজার ৮৭০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে যা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
মন্তব্য করুন