
নিজস্ব সংবাদদাতা: ২৪ এর গণহত্যার বিচার না হলে শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে কর্মী সম্মেলনে আওয়ামী লীগের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না বলেও জানান তিনি। এদিকে, ঢাকায় এক অনুষ্ঠানে দলের নায়েবে আমীর বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন দেয়া ঠিক হবে না।
দীর্ঘ ১৭ বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হলো জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন। শনিবার কক্সবাজার সরকারি কলেজ মাঠে লক্ষাধিক নেতাকর্মী এই সম্মেলনে যোগ দেন জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান।
এসময় আমির বলে, ২৪ এর গণহত্যার বিচার না হলে শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে দেশবিরোধী ষড়যন্ত্র করছে তা মোকাবেলা করা হবে।
এদিকে ঢাকা দক্ষিণ শাখা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা যোগ দিয়ে দলের সিনিয়র নায়েবে আমীর বলেন, ভোটের অধিকার হরণ করে গণতন্ত্র ধ্বংসকারী আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া হবে না। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া জঞ্জাল মুক্ত করে সংস্কার শেষে নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।
পতিত সরকারের দোসররা এখনো ষড়যন্ত্র করছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান নায়েবে আমীর।
মন্তব্য করুন