
শেরপুর সংবাদদাতা : শেরপুরে বাণিজ্যিকভাবে কলার চাষ হচ্ছে। এতে ভাগ্যবদল হচ্ছে এখানকার শত শত চাষীর। কম খরচে ভালো ফলন এবং বেশি লাভ হওয়ায় অনেকেই কলা চাষে আগ্রহী হয়ে পড়েছেন। এতে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে।
শেরপুর পাঁচ উপজেলায় কম বেশি কলার আবাদ হয়। এর মধ্যে শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলায় কলার আবাদ সবচেয়ে বেশি হয়। আর এই কলাকে কেন্দ্র করে শ্রীবরদী উপজেলাতে বসে কলার বিশাল হাট।
এই হাটে প্রতিদিন ৫০ থেকে ৬০ লাখ টাকার কলা বেচাকেনা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে আসেন ক্রেতারা কলা কিনতে। ধানের চেয়ে বেশি লাভ হওয়ায় দিন দিন কলার চাষ বেশি হচ্ছে। এতে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হচ্ছে।
স্বল্প খরচে বেশি লাভজনক হওয়ায় অনেকেই কলা চাষে আগ্রহী হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর জেলায় ৭ শত ২০ হেক্টর জমিতে কলার চাষ হয়েছে।
মন্তব্য করুন