
চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বলুয়ারদিঘী পশ্চিম পাড় এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্বাসরোধ হয়ে মারা গেছে দুজন, আহত হয়েছেন আরো তিনজন।
আজ (সোমবার) ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকান্ডের ঘটনায় সেমিপাকা বসতঘরের ৫ টি কক্ষ পুড়ে গেছে। এসব কক্ষ থেকে ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন৷ নিহতরা সম্পর্কে স্বামী- স্ত্রী। তারা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মন্তব্য করুন