
নিজস্ব প্রতিবেদক: চারদফা দাবিতে জনমত তৈরি করতে আজ বুধবার (১২ ফেব্রৃয়ারি) থেকে সারাদেশে জেলা পর্যায়ে ধারাবাহিক সমাবেশ শুরু করেছে বিএনপি।
প্রথম দিন বুধবার খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, পটুয়াখালীতে হচ্ছে এ সমাবেশ।
নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিস্টদের চক্রান্ত প্রতিরোধের দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন দলের নীতি নির্ধারক নেতারা।
সমাবেশে বিএনপি’র সিনিয়র নেতারা বলেন, পতিত সরকারের সকল চক্রান্ত রুখতে দ্রুত নির্বাচনের পথে হাঁটা ছাড়া বিকল্প নেই। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন