বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। রাতভর নফল নামাজ ও জিকির আযগর ও দোয়া-মোনাজাত করে আল্লাহর দরবারে প্রার্থনায় ব্যস্ত ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর বায়তুল মোকাররমসহ পাড়া মহল্লার বিভিন্ন মসজিদে দেখা গেছে মুসল্লিদের উপস্থিতি। প্রিয়জনদের জন্য দোয়া করতে গোরস্থানে যান কেউ কেউ।পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত। মুসলমানদের কাছে রাতটি সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। মহান আল্লাহর আনুগত্য লাভের আশায় রাতভর নফল এবাদতে ব্যস্ত ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার সন্ধ্যার পর বায়তুল মোকাররমে উপস্থিত হয়েছেন হাজারো মুসল্লি। কারো হাতে জায়নামাজ, কারো হাতে তসবিহ। প্রত্যেকেই জাতীয় মসজিদে ইবাদত বন্দেগি করার জন্য এসেছেন। শুক্রবার বাদ মাগরিব মুসল্লিদের সামনে ওয়াজ করেন ধর্ম উপদেষ্টা।এরপর জামাতে এশার নামাজ আদায় করেন মুসল্লিরা। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন হয়েছেন। এরই মধ্যে বহু মুসল্লি জড়ো হয়েছেন মসজিদে মসজিদে। বাড়িতেও ইবাদত করছেন অনেকেই। শুধু বায়তুল মোকাররমই নয়, লাইলাতুল বরাত পালনে রাজধানীর সব মসজিদেই দেখা গেছে উপচেপড়া ভিড়। নানা বয়সী মানুষ এসেছেন জামাতে নামাজ আদায় করতে। লাইলাতুল বরাতকে ভাগ্য রজনী হিসেবে পালন করে মুসলমানরা। এই রাতেই মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যত জীবনের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে মোনাজাতও করেন।এই পবিত্র দিনে অনেকেই প্রিয়জনদের কবর জিয়ারতে কবরস্থানে আসেন। প্রিয়জনদের কবরের পাশে দাড়িয়ে আতœার শান্তি কামনায় দোয়া করেন। এ সময় অনেকেই সাধ্য অনুযায়ী দান খয়রাতও করেন। পবিত্র শবে বরাত উপলক্ষে সারাদেশের ভিক্ষুকরাও আজিমপুর কবরস্থান ও আশপাশে রাস্তায় ভিক্ষা বৃত্তিতে সামিল হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে