বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

দিনাজপুরের চেরাডঙ্গী মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৫ এএম

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরে প্রায় ৭৮ বছর ধরে চলে আসছে চেরাডাঙ্গী মেলা। প্রতিবারের মত এবারও মেলার মূল আর্কষণ ঘোড়া বেচাকেনা। ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে শুরু হওয়া এবারের মেলায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। তবে ক্রেতারা বলছেন অন্য বছরের তুলনায় মেলায় ঘোড়ার সংখ্যা বেশি হলেও, দাম নিয়ে বিপাকে পড়ছেন তারা।

দিনাজপুর শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে চেরাডাঙ্গা এলাকায় মাঘ মাসের শেষ সপ্তাহে বসে এ মেলা। ৭৮ বছর ধরে এ মেলায় চলছে ঘোড়ার বেচাকেনা।পারলে ঠেকাও,রাজকুমার, বাহাদুর এবং রংবাজসহ নানা নামের ঘোড়া মেলায় ঘুরতে আসা মানুষের দৃষ্টি কেড়েছে।

দ্রুত গতিসম্পন্ন ঘোড়া,আকারে ছোটবড়সহ তিন শতাধিক ঘোড়া এবারের মেলায় বিক্রির জন্য আনা হয়েছে। ২০ হাজার থেকে শুরু করে দেড়-দুইলাখ টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছেন ঘোড়ার ব্যবসায়ীরা।

তবে এবার মেলায় প্রচুর ঘোড়া আনা হলেও, ঘোড়ার দাম বেশী বলে জানান ক্রেতারা।

মেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করে আয়োজক কমিটির সভাপতি রাশেদ-উজ- জামান রুপন। ৬ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে মাসব্যাপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে