বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

অভিযুক্ত ঠিকাদারে সুনামগঞ্জে চলছে নদী ভাঙ্গন কাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৭ এএম

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে অনিয়ম দুর্নীতির মামলায় অভিযুক্ত ঠিকাদারদের দিয়েই চলছে হাওরের স্থায়ী বাঁধ ও নদী ভাঙ্গন রোধের কাজ। ওয়ার্ক অর্ডার দেয়ার ৬ মাস পর কাজ শুরু হলেও কাজে রয়েছে নানা অভিযোগ। দুর্নীতি মামলায় অভিযুক্ত ঠিকাদারদের কাজ থেকে সরানোর আহ্বান হাওর বাঁচাও আন্দোলন ও মামলার বাদির।

সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার যোগসাজশে অভিযুক্ত কয়েকজন ঠিকাদার হাতিয়ে নিয়েছেন শত কোটির টাকার কাজ। হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী ভাঙ্গন রোধের কাজ করছেন তারা। ২০২৪ সালের মাঝামাঝি সেই কাজের ওয়ার্ক অর্ডার পেলেও কাজ শুরু হয় নভেম্বর মাসে।

এখানেও রয়েছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। মাটি যুক্ত বালি ও পাথর দিয়ে বানানো হচ্ছে ব্লক। ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্যতম জামিল হাওর দুর্নীতি মামলায় অভিযুক্ত। এই ঠিকাদারকে কাজ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

হাওর গবেষক সালেহীন চৌধুরী শুভ অভিযোগ করেন দেশে অন্যান্য ঠিকাদার থাকতে দুর্নীতি মামলায় অভিযুক্ত ঠিকাদারদেরই কেন বারবার কাজ দেওয়া হয়। দুর্নীতি মামলায় অভিযুক্ত ঠিকাদারদের কাজ না দেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, কাজে অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে বললেও ঠিকাদারের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ।

ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার পাশাপাশি হাওর দুর্নীতি মামলায় অভিযুক্ত ঠিকাদারদের বাদ দিয়ে ফসল রক্ষা বাঁধসহ অন্যান্য কাজ বাস্তবায়ন করা হবে এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে