
মাদারীপুর সংবাদদাতা: মাদারীপুরের শিবচরে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারন মানুষের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশের নজরে এলে তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে এই চক্রের মূলহোতা জাহাঙ্গীরসহ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। চক্রের মূলহোতা জাহাঙ্গীর পুলিশ ও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে। এই চক্রের আরো সদস্যদের ধরতে অভিযান চলছে বলে শুক্রবার রাতে প্রেস ব্রিফিংয়ে জানান সহকারী পুলিশ সুপার মো: আজমীর হোসেন। এসময় শিবচর থানার ওসি মো: রতন শেখ (পিপিএম) উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গত নভেম্বর থেকে শিবচর থানা পুলিশ বিভিন্ন সূত্রে জানতে পারে একটি প্রতারক চক্র উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে ফোন করে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। পুলিশ চক্রটি শনাক্তে কাজ শুরু করে। এরই মাঝে গত ১০ ফেব্র“য়ারী সকালে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠ এলাকার নাসরিন আক্তার মায়া নামের এক নারীর মোবাইল নম্বরে প্রতারক চক্রের এক সদস্য ফোন করে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয় দিয়ে বাদীকে বলে যে হাতির বাগান মাঠের মোড়ে আপনাদের যে দোকান আছে সেটা সরকারী জায়গার উপর পরেছে। সেই দোকানের টিনের সাথে সেনাবাহিনীর গাড়ী লেগে গাড়ীর সামনের গ্লাস ভেঙ্গে গেছে। তাই গ্লাস মেরামতের জন্য ৩ হাজার ৫০০ টাকা এখুনি দিতে হবে। নয়ত আপনার সমস্যা হবে। ভয় পেয়ে ওই নারী সাথে সাথেই প্রতারকদের দাবিকৃত টাকা নগদ এর মাধ্যমে দিয়ে দেয়। প্রতারক চক্রটি ওই নারীকে একাধিক বার ফোন করে তিন দফায় মোট ৮ হাজার টাকা নেয়। পরর্তীতে ফোনে আরও টাকা দাবি করলে সন্দেহ হওয়ায় ভুক্তভোগী নারী শিবচর সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে বিষয়টি জানালে সেনাবাহিনীর ক্যাম্প থেকে থানায় জিডি করার পরামর্শ দিলে ওই নারীর ছেলে শিবচর থানায় একটি জিডি করেন।
মন্তব্য করুন