
সিলেট সংবাদদাতা: ৯ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে পারাইচক নামক এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়।
সেসময় সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বা অন্য কোনো গন্তব্য থেকে সিলেটে ট্রেন প্রবেশ করেনি।
পরে রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।
মন্তব্য করুন