বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

অস্তিত্ব সংকটে পর্যটন করপোরেশনের হোটেল মোটেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ এএম

কক্সবাজার সংবাদদাতা : চরম অব্যবস্থাপনা আর সংস্কারে অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে কক্সবাজারে পর্যটন করপোরেশনের হোটেল মোটেল। বন্ধ হয়ে যাওয়া হোটেলগুলো পরিণত হয়েছে বিভিন্ন এনজিও-র গোডাউন ও অফিসসহ নানা স্থাপনায়। আর এরজন্য কর্তৃপক্ষের গাফেলতিকে দায়ী করছেন পর্যটকসহ স্থানীয়রা। তবে, হোটেলগুলোর সংস্কার করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজার সাগরপাড়ের ব্যস্ততম জায়গায় প্রায় ৫০ বছর আগে নির্মাণ করা হয়েছিলো পর্যটন করপোরেশনের কয়েকটি হোটেল ও মোটেল। সরকারি এসব হোটেল-মোটেলগুলোর বেশির ভাগেরই অবস্থান কক্সবাজার সাগরপাড়ের ব্যস্ততম জায়গায়। হোটেল মোটেলগুলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ভালো। তবুও এসব স্থাপনায় অবকাশযাপনে পর্যটকদের আগ্রহ কম।

লাভের আশায় প্রায় ২০ বছর আগে মোটেল লাবণী ও হোটেল প্রবাল বেসরকারী খাতে ছেড়ে দেয়া হয়েছিল। এরপর থেকেই সংকটের শুরু। অব্যবস্থাপনায় গত কয়েক বছরে বন্ধ হয়ে গেছে এই দুটি প্রতিষ্ঠান। আওয়ামী লীগ সরকারের আমলে সেখানে বিভিন্ন এনজিও ও ব্যক্তি মালিকানায় গড়ে ওঠেছে গোডাউন, অফিস, ফুডস স্টোর, টি স্টল, সেলুন, কারওয়াশসহ নানান স্থাপনা। পর্যটন কর্পোরেশনের অনুমতি ছাড়াই রিসোর্ট, রেস্টুরেন্ট গড়ে তুলেছে জেলা প্রশাসনও।

মোটেল উপল ও শৈবালেরও একই দশা। চালুর পর আর সংস্কার না হওয়ায় কক্ষগুলো স্যাঁতসেঁতে। এছাড়া, লোকবল-সংকট, আসবাবপত্র-ও অনেক পুরোনো। সমুদ্রের লাবণী পয়েন্ট থেকে হাঁটাপথ দূরত্বে এ দুটির অবস্থান হলেও, পর্যটক টানতে ব্যর্থ হচ্ছে প্রতিষ্ঠান দুটি।

পর্যটক ও স্থানীয়রা বলছেন, এসব স্থাপনা ঢেলে সাজানোসহ পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবে।

পর্যটক আকৃষ্ট করতে নানান উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক পর্যটন শৈবাল ও সদস্য সচিব-কক্সবাজার বীচ ম্যানেজমেন্ট কমিটির রায়হান উদ্দিন আহমেদ।

অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও আমলানির্ভরতা দূর করে দ্রুত হোটেল মোটেলগুলো আগের চেহারা ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে