
নিজস্ব সংবাদদাতা: ভারত যদি তিস্তার ন্যায্য পানি না দেয় বা দিতে দেরি করে তাহলে দেশ ও জনগনের স্বার্থে নদী বাঁচাতে নিজেদের পথ খুঁজে নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালমনিরহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচীর সমাপনী বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। জনগনের সমর্থনে সরকার গঠন করতে পারলে স্বৈরাচারি সরকারের একতরফা সব চুক্তি পূর্ণমূল্যায় করাসহ তিস্তা সমস্যার সমাধাণ করা হবেও জানান তিনি।
তিস্তার ন্যায্য পানি আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলার ১১টি পয়েন্টে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচী শেষ করেছে তিস্তা আন্দোলন রক্ষা কমিটি।
‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানের মধ্য দিয়ে শুরু হওয়া দুই দিনের এই কর্মসূচীতে অংশ নেয় বিএনপিসহ নদী তীরবর্তী অঞ্চলের কয়েক লাখ মানুষ। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, বিগত সরকারের নতজানু নীতির কারনেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি।
এদিকে মঙ্গলবার বিকেলে লালমনিহাটে কর্মসূচীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি বলেন, ভারতের অপ্রতিবেশিমূলক আচরনের কারনেই ফারাক্কার মতো তিস্তা বাংলাদেশের জন্য একটি অভিষাপ হয়েছে। পলাতক স্বৈরাচারী সরকারের সব একতরফা চুক্তি পূর্নমূল্যায়ণ করা হবে বলেও জানান তিনি।
তিস্তার পানির ন্যায্য দাবী আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা হবে বলেও জানান তারেক রহমান।
দেশেকে স্থিতিশীল করতে অবিলম্বে রোডম্যাপ ঘোষনা করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।
বিএনপি সরকার গঠন করতে পারলে আবারো খাল খনন কর্মসূচীসহ পানি বিকল্প ব্যবস্থা তৈরির করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মন্তব্য করুন