
জেলা সংবাদদাতা: স্বাস্থ্যখাতের সংস্কার চেয়ে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
আজ (রোববার) সকাল থেকে কর্মসূচী পালনের অংশ হিসেবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে। একই দাবিতে কর্মবিরতি পালন করেছে খুলনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরাও।
এদিকে, ইন্টার্ণ চিকিৎসকরা হাসপাতালে দায়িত্ব পালন না করায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ছিলিমপুর এলাকায় অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় দাবি না মানা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।
মন্তব্য করুন