বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ছাত্রদের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২২ পিএম

নিজস্ব সংবাদদাতা: আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

বুধবার নতুন এই ছাত্র সংগঠনের ঘোষণা ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, নতুন দলের কমিটিতে তাদের বঞ্চিত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগঠনের দল ঘোষণা নিয়ে শুরু হয় ব্যাপক উত্তেজনা। মধুর ক্যান্টিনে সমন্বয়ক আবু বাকের মজুমদার দল ঘোষণা নিয়ে যখন বক্তব্য শুরু করেন তখনই তার উপর উত্তেজিত হয়ে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বেসরকারি শিক্ষার্থীদের সাথে হট্টগোলের পর্যায়ে চলে যায়।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সমন্বয়করা ছাত্র সংগঠনের দল ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দেয়। নির্ধারিত সময়ের ঘন্টা পার হয়ে গেলে হঠাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি, কমিটিতে তাদের বঞ্চিত করা হয়েছে।

ছাত্র সংগঠনের সাবেক সমন্বয়করা মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলন করতে গেলে তাদের ওপর চড়াও হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় দুপক্ষের হাতাহাতি পরিণত হয়। এর মধ্যে দিয়ে নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করে বেরিয়ে যায়।

নতুন ছাত্র সংগঠনের নাম দেয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। কেন্দ্রীয় আহবায়ক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক আব্দুল কাদেরকে নির্বাচিত করা হয়েছে।

এ পরিস্থিতি নিয়ে সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, কমিটি নিয়ে দ্বন্দের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায় তাদের কমিটিতে নতুন দুজনকে যুক্ত করে মোট ১২ জনকে রাখা নতুন এই ছাত্র সংগঠনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে