বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

খুচরা বাজারে এখনও সয়াবিন তেলের সংকট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৮:৩৪ এএম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খুচরা বাজারে ভোজ্য তেলের সংকট হলেও বড় বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে। করপোরেট কোম্পানীগুলোই কৃত্রিম সংকট তৈরি করেছে বলে জানান দোকানীরা। এদিকে রোজার বেশ কিছু খাদ্যপণ্যের দাম এখনও বেশি হলেও সবজির দাম মোটামুটি নাগালের মধ্যেই।

রাজধানীর মহাখালী কাচাঁবাজার। এই বাজারের কোন দোকানেই মিললো না সয়াবিন তেল। বোতলজাত তো নেই, খোলা তেলও নেই এই বাজারে। তেল না থাকার কারণও জানালেন তারা। ভোক্তারাও হতাশ ভোজ্যতেল না পেয়ে।

তবে, কয়েক কিলোমিটার দূরে রাজধানীর আরেক বাজার-- কারওয়ান বাজারে গিয়ে দেখা গেলো ভিন্ন দৃশ্যপট। প্রতিটি দোকানেই আছে সয়াবিন তেল। বিক্রি হচ্ছে নির্ধারিত দামে। তবে সরবরাহের যে ঘাটতি আছে তা স্বীকার করে কারণও জানালেন তারা।

এদিকে, পেঁয়াজ, রসুন, আদাসহ অনেক মুদি পাণ্যের দাম আগের চেয়ে কিছুটা কমেছে। সহনীয় রয়েছে অন্যান্য পণ্যও।

তবে মাছের বাজার কিছুটা উত্তপ্ত। দাম কমার লক্ষণ নেই। আর রূপালী ইলিশ তো যথারীতি উর্দ্ধমুখী।

লেবুর হালি ৬০ টাকা, বেগুনের কেজি ১০০। সহনীয় রয়েছে বাকী সবজির দাম। আর অপরিবর্তিত রয়েছে মুরগী, গরু ও খাসির মাংসের দাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে