বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

হিজবুত তাহরীরের মিছিল ছত্রভঙ্গ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০১:৫০ পিএম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে হিজবুত তাহরীরের মিছিলে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচি ঘিরে এই উত্তেজনা দেখা দেয়। এসময় কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হিজবুত তাহরীরের সদস্য ইট-পাটকেল ছুঁড়তে দেখা যায়। ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আটক করে পুলিশ।

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজ শেষে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। প্রায় ১৫ মিনিট মিছিল করে তারা। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের কর্মীরা।

পরে আবারও একত্রিত হয়ে মিছিল করার চেষ্টা চালালে কয়েকরাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় পাল্টা ইট পাটকেল ছুঁড়তে দেখা গেছে নিষিদ্ধ সংগঠনটির কর্মীদের।

মিছিল থেকে ১০ জনকে আটক করে পুলিশ। এদিকে মিছিলের কারণে পল্টন-বায়তুল মোকাররম এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে গাড়ির দীর্ঘ জট পড়ে সড়কে।

এদিকে, শুক্রবার বেলা ১২টার পর থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মসজিদে প্রবেশ মুখে বসানো হয় তল্লাশি চৌকি। মুসল্লিরা জানান, জুম্মার দিনে এমন কর্মসূচি দেয়া ঠিক নয়।

রাজধানীর উত্তরা ১১ ও ১২ নম্বর সেক্টর থেকে হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট। এদিকে, এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানিয়েছে, হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
সরকারের বিবৃতি / পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
জলবায়ু তহবিলের ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ তিন দল: ইসি সচিব
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে 
‎আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে