
নিজস্ব প্রতিবেদক : নারী বিরোধী সকল অপশক্তিকে সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, সম্প্রতি নারীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত। নারী বিরোধী যে শক্তি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে সকলে মিলে সেই শক্তিকে প্রতিহত করা হবে। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এসব বলেন তিনি। নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গিকারবদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এতে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ নারী ক্রিকেটদল সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে অদম্য নারী পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বে বর্তমানে নারীর যে অধিকার বা স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে তা শুধুমাত্র নারীদের আন্দোলন সংগ্রামের ফলেই হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানেও সম্মুখ সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে নারীরা । অথচ অনেক ক্ষেত্রেই নারীরা এখনো পিছিয়ে। নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকারের কর্মপরিকল্পনাও তুলে ধরেন তিনি।
সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে মুহাম্মদ ইউনূস সকলকে ঐক্যবদ্ধভাবে এসব সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
পতিত স্বৈরাচারী সরকার এখনো নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও জানান প্রধান উপদেষ্টা।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে পরিপূর্ণভাবে তার ব্যবহার করতে নারীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
মন্তব্য করুন