
নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে দেশটির প্রেসিডেন্টের সাতে তাঁর বৈঠক হতে পারে। বৃহস্পতিবার (১৩ই মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধাান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এসময় তিনি আরো বলেন, ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করবে। আর যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা।
প্রেস সচিব আরো বলেন, দেশের সব শিল্পে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে চিন্তা করেই এলডিসি গ্র্যাজুয়েশনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আওয়ামী লীগ সরকারের আমলে মসজিদ নির্মাণে দুর্নীতিও তদন্ত করবে ধর্ম মন্ত্রণালয়।
এছাড়া মন্ত্রিসভার বৈঠকে আরো সিদ্ধান্ত হয় যে ৬ কমিশন যেসব সংস্কারের কথা জানিয়েছে এর মধ্যে যেগুলো রাজনৈতিক দলের সংলাপের প্রয়োজন সেগুলো ডকুমেন্টরি আকারে প্রকাশ করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন বলেন জানান শফিকুল আলম।
মন্তব্য করুন