
কক্সবাজার সংবাদতদাতা: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিমান বন্দরে নেমে সরাসরি উখিয়ায় যান তিনি। সেখানে নিপীড়িত রোহিঙ্গাদের সঙ্গে কথাবার্তা বলেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব গুতেরেস।
শুক্রবার (১৪ই মার্চ) দুপুরে মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যান। সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা বলেন এবং রোহিঙ্গা প্রশিক্ষণ সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন। এসময় জাতিসংঘের মহাসচিবকে কাছে পেয়ে রোহিঙ্গা শরণার্থীরা খাদ্য সহায়তা আবারো বৃদ্ধি এবং প্রত্যাবাসনের মাধ্যমে তাদের নিজ দেশে পাঠানোর দাবি জানান।
এর আগে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সযোগে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারে পৌঁছান। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে সন্ধ্যায় তিনি এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার করবেন। প্রধান উপদেষ্টার সৌজন্য এই ইফতারের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন