
অনলাইন ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন। আজ শুক্রবার (১৪ই মার্চ) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন তারা।
এসময় আন্তোনিও গুতেরেস বলেন, সম্মানের সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কমানো দু:খজনক । রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানো উচিত বলে জানান তিনি। এসময় চট্টগামের ভাষায় রোহিঙ্গাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান।
কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যাওয়ার আগে আজ দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি।
ওই বৈঠকে আন্তোনিও গুতেরেস বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে তিনি রমজান মাসে বাংলাদেশে এসেছেন।
বৈঠকে কক্সবাজারের বসবাসরত ১২ লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা হ্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলতে বসেছে উল্লেখ করে তিনি বলেন, মানবিক সহায়তা কমানো একটি অপরাধ। পশ্চিমা দেশগুলো এখন প্রতিরক্ষা খাতে ব্যয় দ্বিগুণ করছে, কিন্তু তখন আবার বিশ্বজুড়ে মানবিক সহায়তা সংকুচিত হচ্ছে।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি জাতিসংঘের ‘অপরিসীম কৃতজ্ঞতা’ প্রকাশ করেন গুতেরেস। তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতি অত্যন্ত উদারতা দেখিয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং তাদের জন্য সহায়তা সংগ্রহকে অগ্রাধিকার দেবেন বলেও জানান তিনি ।
চার দিনের সফরে গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব।
মন্তব্য করুন